ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

আবারও সৌদি জোটের শক্তিশালী ড্রোন ধ্বংস করল ইয়েমেনি সেনারা

আবারও সৌদি জোটের শক্তিশালী ড্রোন ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মায়ারিব প্রদেশে সৌদি জোটের 'সিএইচ-৪' মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঘোষণাটি দেন তিনি। খবর আল-জাজিরার


ইয়াহিয়া সারি বলেছেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়। ইয়েমেনি সেনাবাহিনীর এই মুখপাত্রের মতে, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনো জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।


এ দিকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এবার মোট চারটি ড্রোন সৌদির বিমানবন্দরের হ্যাঙ্গারে আঘাত হানে। সৌদি আরব বেসামরিক বিমান বন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন। তিনি আরও বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে।

ads

Our Facebook Page